Passport

📝 Passport করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

1️. পরিচয়পত্র (Proof of Identity - POI)

এর মধ্যে যেকোনো ১টি জমা দিতে হবে

  • আধার কার্ড (Aadhar Card)
  • ভোটার আইডি (Voter ID Card) 🗳️
  • ড্রাইভিং লাইসেন্স (Driving License) 🚗
  • প্যান কার্ড (PAN Card) 🧾
  • সরকারি/প্রাইভেট কোম্পানির অফিস আইডি কার্ড 🏢

2️.ঠিকানার প্রমাণপত্র (Proof of Address - POA)

বর্তমান এবং স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য নিচের যেকোনো ১টি ডকুমেন্ট

  • আধার কার্ড (Aadhar Card)
  • ভোটার আইডি (Voter ID Card) 🗳️
  • বিদ্যুৎ বিল (Electricity Bill) – শেষ মাসের মধ্যে
  • গ্যাস কানেকশনের বিল (Gas Connection Bill) 🔥
  • ব্যাংক স্টেটমেন্ট বা পাসবুকশেষ মাসের মধ্যে 💳
  • টেলিফোন/পোস্টপেইড মোবাইল বিলশেষ মাসের মধ্যে 📱
  • রেশন কার্ড (Ration Card) 🛒
  • কোম্পানির থেকে রেজিস্টার্ড লিভিং সার্টিফিকেট (যদি ভাড়া থাকেন)


3️. জন্মতারিখের প্রমাণপত্র (Proof of Date of Birth - DOB)

এর মধ্যে যেকোনো ১টি জমা দিতে হবে

  • জন্ম সনদ (Birth Certificate) 🍼
  • মাধ্যমিক (10th) বা উচ্চমাধ্যমিক (12th) সার্টিফিকেট 🎓
  • পাসপোর্ট (পুরোনো থাকলে)
  • প্যান কার্ড (PAN Card) 🧾
  • আধার কার্ড (Aadhar Card)

4️. বিবাহ সনদ (যদি বিবাহিত হন)

  • Marriage Certificateবিবাহিত নারীদের ক্ষেত্রে (Surname আপডেটের জন্য প্রয়োজন হতে পারে) 💍

5️. ছবি (Photograph)

  • বেশিরভাগ পাসপোর্ট সেবা কেন্দ্রেই ছবি তোলা হয়,
    তবে কিছু ক্ষেত্রে কপি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি লাগতে পারে। 📸

6️. পুলিশ ভেরিফিকেশন

  • সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরে পুলিশ ভেরিফিকেশন আবশ্যক। 👮‍♂️
  • পুলিশ আপনার ঠিকানায় গিয়ে তথ্য যাচাই করবে।

Did you find this article useful?

  • GST

    📝 GST রেজিস্ট্রেশন ...
  • Driving License

    📝 Driving License করার জন্য প্&...
  • PAN Card

    📝 PAN Card করার জন্য প্র&...
  • P-TAX

    📝 P-TAX করার জন্য প্র...
  • Birth Certificate

    📝 Delayed Birth Certificate করার জন্য ÷...