
📝 P-TAX করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
1️. ব্যবসা / কোম্পানি রেজিস্ট্রেশনের প্রমাণপত্র
(যেটি প্রমাণ করে যে ব্যবসা বা কোম্পানি আইনত বৈধ)
এর মধ্যে যেকোনো ১টি জমা দিতে হবে –
- কোম্পানির রেজিস্ট্রেশন সার্টিফিকেট (Certificate of Incorporation – Pvt. Ltd., LLP, OPC) 🏢
- পার্টনারশিপ ডিড (Partnership Deed) 🤝
- ট্রেড লাইসেন্স (Trade License) 🧾
- শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট রেজিস্ট্রেশন (Shop & Establishment Certificate) 🏪
- GST সার্টিফিকেট (যদি থাকে) 📜
2️. মালিক/ডিরেক্টরের পরিচয়পত্র (KYC of Owner/Director)
এর মধ্যে যেকোনো ১টি জমা দিতে হবে –
- আধার কার্ড (Aadhar Card) ✅
- ভোটার আইডি (Voter ID Card) 🗳️
- পাসপোর্ট (Passport) 🌍
- ড্রাইভিং লাইসেন্স (Driving License) 🚗
- প্যান কার্ড (PAN Card) 🧾
3️. ঠিকানার প্রমাণপত্র (Address Proof)
ব্যবসার ঠিকানা এবং মালিকের ঠিকানা – দুই ধরনের জন্য প্রয়োজন হতে পারে:
ব্যবসার ঠিকানার জন্য (Business Address Proof):
- বিদ্যুৎ বিল (Electricity Bill) – শেষ ৩ মাসের ⚡
- ভাড়া চুক্তিপত্র (Rent Agreement) 🏠
- সম্পত্তির কাগজপত্র (Property Document)
মালিকের ঠিকানার জন্য (Owner’s Address Proof):
- আধার কার্ড / ভোটার আইডি / পাসপোর্ট
4️. প্যান কার্ড (PAN Card)
- ব্যবসার PAN (Company PAN / Firm PAN)
- মালিক বা ডিরেক্টরের ব্যক্তিগত PAN
5️. ব্যাংক ডকুমেন্টস (Bank Documents)
- ব্যাংক পাসবুক বা ব্যাংক স্টেটমেন্ট – শেষ ৩ মাসের 💳
- ক্যান্সেল্ড চেক (Cancelled Cheque) 📝
6️. কর্মচারীদের তথ্য (যদি থাকে)
যদি আপনার প্রতিষ্ঠানে কর্মচারী থাকে এবং তাদের জন্য P-TAX Enrollment করতে হয় –
- কর্মচারীদের নামের তালিকা 🧑💼
- তাদের বেতন সংক্রান্ত তথ্য 💰
- তাদের PAN এবং আধার কার্ড কপি