
📝 Driving License করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
1. বয়সের প্রমাণপত্র (Proof of Age)
এর মধ্যে যেকোনো ১টি জমা দিতে হবে –
- জন্ম সনদ (Birth Certificate) 🍼
- মাধ্যমিক (10th) বা উচ্চমাধ্যমিক (12th) সার্টিফিকেট 🎓
- পাসপোর্ট (Passport)
- আধার কার্ড (Aadhar Card)
- প্যান কার্ড (PAN Card)
- পেনশন পাসবুক (Pension Passbook)
2️. ঠিকানার প্রমাণপত্র (Proof of Address)
এর মধ্যে যেকোনো ১টি জমা দিতে হবে –
- আধার কার্ড (Aadhar Card) ✅
- ভোটার আইডি (Voter ID Card) 🗳️
- পাসপোর্ট (Passport)
- রেশন কার্ড (Ration Card)
- বিদ্যুৎ বিল (Electricity Bill) – সর্বশেষ ৩ মাসের মধ্যে ⚡
- ব্যাংক পাসবুক বা স্টেটমেন্ট – সর্বশেষ ৩ মাসের মধ্যে 💳
- পোস্টপেইড মোবাইল বিল – সর্বশেষ ৩ মাসের মধ্যে 📱
3️. পরিচয়পত্র (Proof of Identity)
অনেক সময় আধার কার্ড দিলেই আলাদা পরিচয়পত্র লাগে না।
যদি আলাদা পরিচয়পত্র লাগে, তবে নিচের যেকোনো একটি –
- আধার কার্ড (Aadhar Card)
- ভোটার আইডি (Voter ID Card)
- পাসপোর্ট (Passport)

- প্যান কার্ড (PAN Card)