

📝 Delayed Birth Certificate করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
1️. আবেদনকারীর পরিচয়পত্র (Applicant's Identity Proof)
শিশুর বাবা-মা বা বৈধ অভিভাবকের KYC প্রমাণপত্র
এর মধ্যে যেকোনো ১টি দিতে হবে:
- আধার কার্ড (Aadhar Card) ✅ (Mandatory)
- ভোটার আইডি (Voter ID Card) 🗳️
- ড্রাইভিং লাইসেন্স (Driving License) 🚗
- পাসপোর্ট (Passport) 🌍
- প্যান কার্ড (PAN Card) 🧾
2️. ঠিকানার প্রমাণপত্র (Address Proof)
পিতামাতা বা অভিভাবকের বর্তমান ঠিকানা যাচাইয়ের জন্য:
- আধার কার্ড (Aadhar Card)
- ভোটার আইডি (Voter ID Card)
- বিদ্যুৎ বিল (Electricity Bill – সর্বশেষ ৩ মাসের মধ্যে) ⚡
- ব্যাংক স্টেটমেন্ট / পাসবুক 💳
- রেশন কার্ড (Ration Card)
- গ্যাস কানেকশনের বিল 🔥
3️. শিশুর জন্ম প্রমাণপত্র (Proof of Birth)
জন্ম কোথায় হয়েছে তার অফিসিয়াল প্রমাণ দিতে হবে।
- হাসপাতালের জন্ম রিপোর্ট / Discharge Slip 🏥
- নার্সিং হোম / হাসপাতালের Birth Certificate (যদি পাওয়া যায়)
- বাড়িতে জন্ম হলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান / কাউন্সিলরের প্রত্যয়নপত্র
4️. অ্যাফিডেভিট (Affidavit)
যদি জন্ম ২১ দিনের মধ্যে রেজিস্টার না করা হয়,
- নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একটি অ্যাফিডেভিট তৈরি করতে হবে ✍️
- এতে জন্মের তারিখ, স্থান, বাবা-মায়ের নাম, দেরির কারণ উল্লেখ করতে হবে।
- Affidavit সাধারণত ১০০ টাকা নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপার এ করতে হয়।
5️. পুলিশ ভেরিফিকেশন (Police Verification) (যদি প্রযোজ্য হয়)
অনেক রাজ্যে ১ বছর পর জন্ম সনদ করতে হলে পুলিশ ভেরিফিকেশন আবশ্যক।
- স্থানীয় থানার রিপোর্ট / ক্লিয়ারেন্স সার্টিফিকেট
6️. Magistrate Approval (যদি জন্মের ১ বছরের বেশি সময় পেরিয়ে যায়)
যদি জন্মের রেজিস্ট্রেশন ১ বছর পরে করা হয় –
- স্থানীয় SDM / Magistrate Court থেকে অনুমতি (Order Copy) প্রয়োজন হবে। ⚖️
7️. অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট
- Marriage Certificate (যদি বিবাহিত দম্পতির সন্তান হয়) 💍
- 5 জন সাক্ষীর (Witness) পরিচয়পত্র যেমন আধার / ভোটার আইডি