

📝 PAN Card করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
1. ব্যক্তিগত PAN Card (Individual)
(কোনো ব্যক্তির নামে PAN Card করার জন্য)
ক) পরিচয়পত্র (Proof of Identity - POI)
এর মধ্যে যেকোনো ১টি জমা দিতে হবে –
- আধার কার্ড (Aadhar Card) ✅
- ভোটার আইডি (Voter ID Card) ✅
- পাসপোর্ট (Passport) ✅
- ড্রাইভিং লাইসেন্স (Driving License) ✅
- রেশন কার্ড (Ration Card) ✅
- সরকারি অফিসের আইডি কার্ড ✅
খ) ঠিকানার প্রমাণপত্র (Proof of Address - POA)
এর মধ্যে যেকোনো ১টি জমা দিতে হবে –
- আধার কার্ড (Aadhar Card) ✅
- ভোটার আইডি (Voter ID Card) ✅
- পাসপোর্ট (Passport) ✅
- ড্রাইভিং লাইসেন্স (Driving License) ✅
গ) জন্মতারিখের প্রমাণ (Proof of Date of Birth - DOB)
এর মধ্যে যেকোনো ১টি জমা দিতে হবে –
- জন্ম সনদ (Birth Certificate) 🍼
- মাধ্যমিক/উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (10th/12th Certificate) 🎓
- আধার কার্ড (Aadhar Card) ✅
- পাসপোর্ট (Passport) ✅
- পেনশন পাসবুক (Pension Passbook)
2️.কোম্পানি বা ফার্মের PAN Card (Business / Firm / Company)
যদি কোম্পানি, পার্টনারশিপ ফার্ম বা সংগঠনের জন্য PAN Card করতে হয় –
ক) ব্যবসার রেজিস্ট্রেশন ডকুমেন্টস
- কোম্পানির রেজিস্ট্রেশন সার্টিফিকেট (Certificate of Incorporation) 🏢
- GST সার্টিফিকেট (যদি থাকে) 📜
- পার্টনারশিপ ডিড (Partnership Deed) – যদি পার্টনারশিপ ফার্ম হয় 🤝
খ) অথরাইজড সিগনেটরির ডকুমেন্টস
(যিনি কোম্পানির পক্ষ থেকে PAN এর জন্য আবেদন করছেন)
- আইডি প্রুফ (Aadhar, Voter ID, DL, Passport)
- ঠিকানা প্রুফ (Aadhar, Voter ID, Bank Statement, Electricity Bill) সিগনেচার প্রুফ ✍️
PAN Card-এ নাম পরিবর্তনের জন্য দরকারি ডকুমেন্ট
নাম ঠিক করতে গেলে পুরনো নাম ও নতুন নাম প্রমাণ করার জন্য কাগজপত্র লাগবে।
১. পরিচয় প্রমাণ (Identity Proof) – যেকোনো একটি
-
আধার কার্ড (Aadhaar Card) ✅ (সবচেয়ে সহজ উপায়)
-
ভোটার আইডি (Voter ID Card)
-
পাসপোর্ট (Passport)
-
ড্রাইভিং লাইসেন্স (Driving License)
২. নাম পরিবর্তনের জন্য অতিরিক্ত প্রমাণ (যদি নাম চেঞ্জ হয়)
নিচের মধ্যে যেকোনো একটি দিতে হবে:
-
গেজেট নোটিফিকেশন (Gazette Notification) – সরকারিভাবে নাম পরিবর্তন করলে।
-
ম্যারেজ সার্টিফিকেট (Marriage Certificate) – বিয়ের পরে নাম পরিবর্তনের ক্ষেত্রে।
-
অ্যাফিডেভিট (Affidavit) – ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক দ্বারা স্বাক্ষরিত নাম পরিবর্তনের হলফনামা।
৩. পুরনো PAN Card কপি
-
পুরনো PAN Card-এর ফটোকপি জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্য
-
আবেদন করার সময় আপনার নাম ঠিক আধার কার্ডের নামের সাথে মিলতে হবে।
-
যদি শুধু ছোটখাটো স্পেলিং মিসটেক হয়, তাহলে আধার কার্ড দিলেই যথেষ্ট।
-
যদি সম্পূর্ণ নতুন নাম নেওয়া হয়, তবে Gazette Notification বা Affidavit অবশ্যই দিতে হবে।
PAN Card জন্মতারিখ ঠিক করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
জন্মতারিখ প্রমাণ করার জন্য নিচের যেকোনো একটি ডকুমেন্ট লাগবে:
-
জন্ম সনদ (Birth Certificate) – পৌরসভা / হাসপাতাল / গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করা।
-
ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট / ১০ম শ্রেণীর এডমিট কার্ড (Matriculation Certificate)।
-
পাসপোর্ট (Passport)
-
ড্রাইভিং লাইসেন্স (Driving License)
-
পেনশন পেমেন্ট অর্ডার (Pension Payment Order)
-
Marriage Certificate (কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্য)।
⚠️ আধার কার্ড জন্মতারিখ প্রমাণের জন্য একা যথেষ্ট নয়, তবে আধারে সঠিক জন্মতারিখ থাকলে তা সহায়ক ডকুমেন্ট হিসেবে কাজ করতে পারে।
আপনি যদি PAN Card-এ বাবা বা মায়ের নাম (Parents’ Name) Correction / Update করতে চান, তাহলে নিচের ধাপ এবং ডকুমেন্টস প্রয়োজন হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required)
১. পরিচয় প্রমাণ (Identity Proof) – যেকোনো একটি
-
আধার কার্ড (Aadhaar Card) ✅ (সবচেয়ে সহজ উপায়)
-
ভোটার আইডি (Voter ID Card)
-
পাসপোর্ট (Passport)
-
ড্রাইভিং লাইসেন্স (Driving License)
-
রেশন কার্ড (Ration Card – ফটো সহ)
২. বাবা বা মায়ের নাম প্রমাণ করার জন্য (Father’s / Mother’s Name Proof) – যেকোনো একটি
-
জন্ম সনদ (Birth Certificate)
-
১০ম শ্রেণীর এডমিট কার্ড বা সার্টিফিকেট (Matriculation Certificate)
-
পাসপোর্ট (Passport)
-
ভোটার আইডি (Voter ID Card)
৩. পুরনো PAN Card-এর কপি
-
পুরনো PAN Card-এর স্ক্যান কপি বা ফটোকপি দিতে হবে।
-
-